ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে রোববার থেকে পুলিশি অভিযান, গ্রেফতার ৮৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ময়মনসিংহে রোববার থেকে পুলিশি অভিযান, গ্রেফতার ৮৯

ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে রোববার (০৭ জানুয়ারি)। জেলা সদরসহ ১১ উপজেলায় একযোগে চলবে এ বিশেষ অভিযান।

অভিযানকে কেন্দ্র করে এরই মধ্যে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৬ জানুয়ারি) ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

মোহাম্মদ নূরে আলম বলেন, শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলার সব ক’টি উপজেলায় অভিযান চালিয়ে নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলায় ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে রোববার থেকে এ বিশেষ অভিযান শুরু হবে বলেও জানান এসপি মোহাম্মদ নূরে আলম।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
এমএএএম/এএটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।