বুধবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া ভোর থেকে ঘন কুয়াশাতো রয়েছেই।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এছাড়া সাধারণ মানুষ গত এক সপ্তাহ থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শীত নিবারণের জন্য তারা খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে জানান, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
আরএ