ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী আমরা কি না খেয়ে মারা যাবো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
প্রধানমন্ত্রী আমরা কি না খেয়ে মারা যাবো! জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের ‘মা’। আমরা কি রাস্তায় না খেয়ে খেয়ে মারা যাবো! মা হয়ে সন্তানদের কষ্টে আপনি বসে থাকতে পারেন না। আপনি তো সবার পাশে দাঁড়ান। পরিবার পরিজন নিয়ে আর পারছি না। আমাদের দিকে একটু মুখ ফিরে তাকান।’

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে এভাবেই আহ্বান জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।

কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, বিগত ৩৪ বছর ধরে তিনি মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন।

কিন্তু এখন পযর্ন্ত একটি টাকাও পাননি। কিভাবে সংসার চলে সেটা আল্লাহপাকই ভালো জানেন। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে। এভাবে আর পারছি না। তাই বাধ্য হয়েই রাজপথে নামতে হয়েছে। জীবন যদি চলেও যায় তবুও দাবি আদায় ছাড়া ঘরে ফিরে যাবেন না।

শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, সারাদেশে মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১৮ হাজার ১৯৪টি। এরমধ্যে চালু রয়েছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫১৯ মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে ১৯৯৫ সাল থেকে ৫০০-২৫০০শ’ টাকা ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩শ’ টাকা।

সংগঠনটির মহাসচিব কাজী মোখলেচুর রহমান বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫শ’ টাকা নির্ধারণ করা হয়। পরিপত্রে ইবতেদায়ি শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় ইবতেদায়ি শিক্ষকেরা মানবেতরভাবে জীবনযাপন করছেন।

এদিকে মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল এগারোটা থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কমর্সূচি পালন করে আসছে (প্রথম থেকে ৫ম শ্রেণি) মাদ্রাসা শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ৮ দিন অবস্থান ধর্মঘটের পর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় মঙ্গলবার থেকে একই স্থানে আমরণ অনশন কর্মসূচি শুরু শিক্ষকেরা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।