বুধবার (১০ জানুয়ারি) সকালে পাবনা-নাটোর মহাসড়কের মুলাডুলি শেখপাড়া ও পাকশি-সুজানগর মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মুলাডুলি শেখপাড়া এলাকায় আখ ফার্মের সামনে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে, জগন্নাথপুর এলাকায় বালু বোঝায় ট্রাকের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ভটভটির চালকসহ ১৫ জন আহত হন।
আহতরা হলেন- সজিব (২০), নিশিতা (২৫), জুয়েল (২৭), উর্মি (২০), শাহিনুর (৩০), কোহিনুর (৩০), আজিম (২৫)। বাকিদের নাম জানা যায়নি। এদের মধ্যে আটজনকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের পাবনা ও রাজশাহীতে পাঠানো হয়েছে।
পাকশি হাইওয়ে থানার ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। তবে হাইওয়ে পুলিশ প্রতিটি মোড়ে মোড়ে চালকদের সতর্ক করে দিচ্ছেন। দুর্ঘটনা এড়াতে চালকদের কম গতিতে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুুয়ারি ১০, ২০১৮
এনটি