বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গৃহবধূর বাবা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতাকে এজাহার রুজু করার আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- তালতলী উপজেলার নয়া ভাইজোড়া গ্রামের সুলতান মেম্বারের ছেলে সবুজ ও আলম খানের ছেলে তামিম।
মামলার বাদী ওই গৃহবধূর বাবা বাংলানিউজকে বলেন, আমার মেয়ে তালতলীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। সবুজ ও তার বন্ধু তামিমের উত্যক্তের কারণে অপরিণত বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে দেই। কিন্তু এতে তারা ক্ষুব্দ হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন। পরে সোমবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় আমার মেয়ে পুকুরে পানি আনতে গেলে সবুজ ও তামিম মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যান। এসময় স্থানীয়রা বাধা দিলেও তারা মানেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) কমলেশ চন্দ্র হাওলাদার বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশ পেলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ