দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আহমেদ আকবর সোবহান বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, এখনও চলছে।
দেশের বিশিষ্ট এ শিল্পোদ্যোক্তা বলেন, বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না। তেমনি (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ইন্দিরা গান্ধীর সহযোগিতা না হলে দেশের স্বাধীনতা এতো সহজে লাভ হতো না। ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে স্বাধীনতা ত্বরান্বিত করেছিলেন।
বসুন্ধরা গ্রুপ ও ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান বলেন, আমরা প্রথম থেকেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করছি। আজ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিতে পেরে জাতি সম্মানবোধ করছে। আমরা সবসময় স্বাধীনতার পক্ষে কাজ করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ ইডব্লিউএমজিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
**প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমসি/আরআর