বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু যেখানে হচ্ছে, ওপারে চর জাজিরাসহ ওই এলাকায় বিমানবন্দর করার সমীক্ষা চালাচ্ছি।
তিনি আরও বলেন, বসতি সরিয়ে বিমানবন্দর করা সমীচীন বলে আমি মনে করি না। কাজেই আরও সমীক্ষা চালাচ্ছি। ফাঁকা জায়গা এবং যেখানে মজবুত মাটি সেখানে বিমানবন্দর হতে পারে। যেখানে প্লেন ওঠা-নামা করলে সমস্যা হবে না। সমীক্ষা সফল হলে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একসময় একটাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা ঢাকায়। আমরা ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর করি। একটি সিলেটে অপরটি চট্টগ্রামে।
পদ্মাসেতু নিয়ে খালেদার বক্তব্য ‘পাগলের প্রলাপ’
ব্যাংক ঋণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা চলছে
আমি ক্ষুদ্র ঋণের বিপক্ষে নই, পক্ষেই আছি
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসএম/এসকে/এএ