ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূসহ ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূসহ ২ জনের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় শাশুড়িকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুত্রবধূসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ বজলুর রহমান এ দণ্ডাদেশ দেন। রাস্ট্রপক্ষের কৌশলী এম আলম খান কামাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাঁঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের আবুল কালামের স্ত্রী কুলসুম বেগম ও একই গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে কেফায়েত উল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, জয়খালী গ্রামের আবুল কালাম ব্যবসার কাজে ঢাকায় থাকতেন। এ সুযোগে তার স্ত্রী কুলসুম বেগম প্রতিবেশী কেফায়েত উল্লাহর সঙ্গে পরকিয়ায় সম্পর্কে জড়িয়ে পড়েন।

বিষয়টি কুলসুমের শাশুড়ি রিজিয়া বেগম জানতে পারলে ২০১৫ সালের ১২ এপ্রিল রাতে তাকে উভয়ে মিলে হত্যা পর মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরের দিন ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় ১৩ এপ্রিল কুলসুম বেগমের মেয়ে রাজিয়া আক্তার বাদী হয়ে গৃহবধূ কুলসুম ও তার কথিত প্রেমিক আইয়ুব আলীর বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়া‌রি ১১, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।