বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মতিহার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, স্থানীয়রা দুপুরে ডোবায় মরদেহ ভেসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কালভার্টের নিচের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। কালভার্টের ওপরে লুঙ্গি ও মাফলার পাওয়া গেছে। এছাড়া ওই বৃদ্ধের পরনে হাফপ্যান্ট ও কালো জ্যাকেট ছিলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে তিনি কোনো কারণে ওই ডোবায় নেমে আর উঠতে পারেননি। ঠাণ্ডা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ওই বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসএস/জিপি