রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতাকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন। এ সময় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক নাচ, গান, কবিতা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা হয়।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান এ উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসএস/আরআর