বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সংযোগ স্থল ধলাপীরের মাজার সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (এমপি)।
মোস্তাফিজুর রহমান জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় খেলাটি দেখতে পেরে আমি আনন্দিত। আশা করবো আয়োজকরা যেন প্রতিবছর খেলাটির আয়োজন করে।
খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আকরাম আলি সরকার বাংলানিউজকে জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতাটি এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি