বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাক্ষাতে তারা নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল।
কাপিলা গুপ্তা সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। বাংলাদেশের শিক্ষার হার ৭২ শতাংশ। যা খুবই সন্তোষজনক।
তিনি বলেন, ইনার হুইল বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে কাজ করে।
এ সময় ধানমন্ডি ক্লাবের সদস্য রেজিনা রহমান ও ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮(আইডাব্লিউডি) বাংলাদেশের জেলা সভাপতি নায়ার ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএ