বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় এ প্রতিয়োগিতা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
প্রতিযোগিতায় জাংগালিয়া, চরপাড়া, বরুলিয়া, ধুমাইল, আউনড়াসহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত প্রায় ৩৬টি ঘোড়া অংশ নেয়।
এসব ঘোড়ার রয়েছে নানা নাম- বাহুবলি, চিতা, বাংলার নবাবসহ আরো অনেক।
বরুলিয়া গ্রামের ঘোড়ার সওয়ার মো. কাশেম হোসেন বাংলানিউজকে বলেন, ঘোড়দৌড়ে অংশ নিতে আমার খুব ভাল লাগে।
প্রতিযোগিতার আয়োজন কমিটির পরিচালক মিজান শিকদার বাংলানিউজকে বলেন, ঘোড়দৌড় বরুলিয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা। এ গ্রামে শত বছরের বেশি সময় ধরে ঘোড়দৌড় হচ্ছে। আগামী বছরও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ