জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি করে। র্যাবও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর র্যাবের এই অভিযান শুরু হয়। ১৩/১ রুবী ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে আছেন র্যাব সদস্যরা।
তিনি জানান, বাড়ির ভেতরে কয়েকজন জঙ্গি হতাহত হয়েছে বলে তারা নিশ্চিত। গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। রাত ২টার পর অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিবর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একাধিক জঙ্গি হতাহত হয়।
দুই র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে ভেতরে কতজন জঙ্গি নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়:০৭৪৮ ঘণ্টা,জানুয়ারি ১২, ২০১৮/আপডেট ০৮২৩/০৮৪৩ ঘণ্টা
এজেডএস/পিএম/এসজেএ/জেএম