র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বাংলানিউজকে এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনে ১৩/১ রুবী ভিলা নামের ওই ছয় তলা বাড়িটিতে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে অভিযানে নামেন র্যাব সদস্যরা।
কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বাড়ির ভেতরে ‘কয়েকজন জঙ্গি হতাহত’ হয়েছে বলে তারা নিশ্চিত। গোপন সংবাদের ভিত্তিতে ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। রাত ২টার পর অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিবর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে কয়েকজন জঙ্গি হতাহত হয়। এসময় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সাব্বিরকে (৫০) হেফাজতে নিয়েছে র্যাব। মুফতি মাহমুদ খান জানিয়েছেন, প্রয়োজনে এ ঘটনার সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের ব্রিফ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭/আপডেট ০৯২৩ ঘণ্টা
এমআইএস/এজেডএস/এসজেএ/পিএম/এসআই/জেএম/এইচএ/
** নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান