বিআইডব্লিইটিসি'র কাঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনা মূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো।
এসময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা চারটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।
এদিকে, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে অর্ধশত নৈশকোচ। এতে দুর্ভোগে রয়েছে যাত্রীরা। এছাড়া ঘাটে পণ্যবাহী পরিবহন আটকে থাকায় দেখা দিয়েছে যানজট।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এসআই