বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার একটি মামলা করা হয়েছে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার মন্ডল বাংলানিউজকে বলেন, নিয়মিতো অভিযানের অংশ হিসেবে কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালানো হয়।
আটক রিয়াজুলকে জিজ্ঞাসাবাদ করা হলে, বরিশাল কারাগারের কারারক্ষী পদে চাকরি করেন বলে তিনি স্বীকার করেন। পরে ওই ঘটনায় তার বিরুদ্ধে এসআই জসিম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমএস/জিপি