শুক্রবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল।
শ্রমিক নেতারা বলেন, দেশের রফতানি আয়ের শতকরা ৮২ ভাগ বৈদেশিক মুদ্রা সংগ্রহকারী ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত, দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনেন তারা এত অল্প টাকায় কিভাবে চলবেন এ প্রশ্ন গোটা জাতির।
তারা জানান, ২০১৫ সালে ক্রিয়াশীল বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৫ হাজার করার দাবি করেছিলো। গত তিন বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বেড়েছে। আমাদের বর্তমান মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। সেখানে গার্মেন্টস শ্রমিকদের বেতন অত্যন্ত কম। এ অবস্থায় পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান ও ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানানো হচ্ছে।
এ সময় শ্রম আইনের স্বার্থবিরোধী অগণতান্ত্রিক ধারাগুলো বাতিল করে অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার দাবি জানান শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এমসি/আরআর