ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মুরাদ হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।


 
স্থানীয়রা জানান, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের বার্ষিক বনভোজনে যাচ্ছিলেন প্রায় দেড়শ’ শ্রমিক। পথে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে তাদের বহনকারী বাস অপেক্ষা করছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজি স্টেশনের ভেতরে ঢুকে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মুরাদ নিহত হন। আহত হন আরও দুই শ্রমিক। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুতোষ জানান, অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।