ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে তুচ্ছ ঘটনায় প্রাইভেটকার ভাংচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
শ্যামলীতে তুচ্ছ ঘটনায় প্রাইভেটকার ভাংচুর ভাংচুরকৃত প্রাইভেটকার/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর শ্যামলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রাইভেটকার ভাংচুর করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

আদাবর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আলেয়া আক্তার বাংলানিউজকে জানান, শ্যামলী মোড়ে একটি গাড়ি ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ এখনো কিছু জানায়নি।

ঘটনাস্থল থেকে এসআই আনোয়ার হোসেন জানান, একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে উভয় পক্ষে রাস্তার মাঝখানে কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি সামান্য ভাঙচুর করে।

প্রাইভেটকারে তিনজন লোক ছিলো এবং মোটরসাইকেলটি আরিফুল ইসলাম রনি নামে এক পুলিশ কনস্টেবলের বলে জানিয়েছেন এসআই আনোয়ার হোসেন।

জানা গেছে, পুলিশ সদস্য আরিফুল ইসলাম রনি কূটনৈতিক এলাকায় ডিউটি করেন। তার বাবা সাইফুল ইসলাম স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সহকারী উপ পরিদর্শক (এএসআই)।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।