ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল সচল হওয়ার পর নোঙরে থাকা ফেরিগুলোও চলতে শুরু করেছে। বর্তমানে ১৬টি ফেরিই যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল করছে।
 
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়। বর্তমানে ১৬টি ফেরিই চলাচল করছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি।   এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি। তবে ফেরি চলাচল সচল হওয়ায় আশা করা হচ্ছে কিছ‍ু সময়ের মধ্যেই গাড়ির চাপ কমে আসবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।