ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শস্যদানার মানচিত্র, সবজির পিরামিড-আলপনা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শস্যদানার মানচিত্র, সবজির পিরামিড-আলপনা শস্যদানা দিয়ে তৈরি ফেনীর মানচিত্র- আলপনা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ছয় উপজেলাকে সাজানো হয়েছে ছয় ধরনের শস্যদানা দিয়ে। মেলা প্রাঙ্গণে ঢুকতেই শস্যদানার মানচিত্র ও সবজির পিরামিড-আলপনা দেখে মুগ্ধ হচ্ছেন ক্রেতা-দর্শনার্থীদের। মানচিত্র ও সবজির পিরামিড-আলপনার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন ক্রেতা-দর্শনার্থীরা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে ফেনীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) প্রাঙ্গণে গিয়ে দেখা যায় এ মানচিত্র  ও সবজির পিরামিড-আলপনা। শস্যদানা দিয়ে তৈরি ফেনীর মানচিত্র।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/120180113112527.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />জেলা কৃষি সম্প্রসারণ কার্যলয় জানায়, এটি শুধু একটি প্রদর্শনী নয়-এর মাধ্যমে দর্শনার্থীদের দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য।

যে ছয়টি শস্যদানা দিয়ে মানচিত্র সাজানো হয়েছে সে ছয়টি শস্য এ উপজেলায় ভালো ফলন হয়। যেমন ফেনী সদরের জমিটি চিহ্নিত করা হয়েছে ভূট্টা দিয়ে। এটি দিয়ে বোঝানো হয়েছে সেখানকারের মাটি ভূট্টা উৎপাদনের জন্য উপযোগী। উৎপাদনও হয় বেশী। তেমনিভাবে সোনাগাজীতে বাদাম, ছাগলনাইয়ায় ছোলা, ফুলগাজীতে মটরডাল, পরশুরামে ফেলন ডাল ও দাগনভূঞায় শিম। শুধু মানচিত্র নয়, একই স্টলে সবজি দিয়ে সাজানো হয়েছে 'পিরামিড ও আলপনা'।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, উন্নয়ন মেলায় আগত দর্শনার্থীদের কৃষি ও কৃষিজ উৎপাদনে আগ্রহী করে তোলার জন্যই তাদের এ উদ্যোগ। সবজি দিয়ে তৈরি আলপনা।  ছবি: বাংলানিউজফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টলটিতে আসছে। তারা জানতে চাইছেন কৃষিতে প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলো। তারা এসব দেখে বেশ উৎসাহিতও।

পরিদর্শনকালে কথা হয় ফেনী সরকারি কলেজপড়ুয়া তাসফিয়ার সঙ্গে, তিনি বাংলানিউজকে জানান, প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। উন্নয়ন মেলায় এসে এমনটাই জানতে পেরেছি। সময় এসেছে তরুণদের কৃষিকেও ক্যারিয়ার হিসেবে দেখার।

কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বাংলানিউজেক জানান, মেলার এ স্টলটিতে অংশ নিয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত সব বিভাগ।

এতে প্রদর্শিত হয়েছে সনাতন ও আধুনিক যন্ত্রপাতি, প্রায় ৫০ ধরনের শাক-সবজি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের নতুন অবমুক্ত বীজ, মাসরুমসহ কৃষির বিভিন্ন খাদ্য উপাদান, বীজ ও উৎপাদিত ফসলের পরিচর্যা নানা বিষয়ের প্রকাশনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে 'উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ' এ স্লোগানে শহরের ট্রাংক রোডের পিটিআই মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ও ফেনী পৌরসভার সহযোগিতায় এ মেলাটি আয়োজিত হচ্ছে। সবজি দিয়ে তৈরি পিরামিড।  ছবি: বাংলানিউজমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

সরকারি-বেসরকারি ও আধাসরকারি সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে আয়োজিত মেলাটি ১৩ জানুয়ারি শনিবার পর্যন্ত চলবে। মেলার ৬৫টি স্টলে দর্শনার্থীরা সরকারি ও আধাসরকারী সংস্থাগুলোর বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সমাপনী দিনে ‘ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সমাপনী দিনে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জানে আলম।

এছাড়া মেলায় সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাটক, গান ও নৃত্য পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।