গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী নিজ হাতে এসব দর্শনার্থীদের হাতে ফুল তুলে দিচ্ছেন। আর এমন আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও দর্শনার্থীরা মহাখুশি।
শনিবার (১৩ জানুয়ারি) জেলা উন্নয়ন মেলার তৃতীয় ও শেষদিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ মেলায় ভীড় করেছে। বৃহস্পতিবার সারা দেশের মত গোপালগঞ্জেও তিন দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা শুরু হয়। মেলায় বিভিন্ন বিভাগের ৭২টি স্টল রয়েছে।
এ মেলায় গণপূর্ত বিভাগ থেকে একটি ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন স্টল করা হয়েছে। উদ্বোধনের দিন থেকে এ স্টল থেকে আগত দর্শনার্থীদের ফুল, চকলেট ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণসহ লিফলেট বিতরণ করা হচ্ছে। দেয়া হচ্ছে নিরাপদ গৃহ নির্মাণে করণীয় সম্পর্কিত পরামর্শ।
গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, উন্নয়ন মেলাকে দর্শনার্থীদের স্মৃতিপটে ধরে রাখতে একটু ব্যতিক্রমভাবে স্টলটি সাজানো হয়েছে। আর দর্শনার্থীদের সমাগম বাড়াতে স্টল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণীসহ ফুল ও চেকলেট দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ