ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেসমেন্টে থাকা গাড়ি থেকে আগুনের সূত্রপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বেসমেন্টে থাকা গাড়ি থেকে আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মগবাজার চৌরাস্তার বহুতল ভবন ‘গ্রিন অস্ট্রাল’র বেসমেন্টে থাকা গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন।

তিনি আরো জানান, আগুনে বেজমেন্টে থাকা দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে মগবাজার চৌরাস্তায় এলাকায় এ বহুতল ভবনে এ আগুন লাগে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুনে সৃষ্ট ধোয়ার উপরে ওঠে গেলে ভবনে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

মাসুদুর রহমান আকন বলেন, ভবনের বেসমেন্টের অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিলো না। ভবনের বেসমেন্টে আউট গোয়িং কোনো সিড়ি নেই। একটি সিড়ি সরাসরি ভবনের উপরে উঠে গেছে, কোনো ফায়ার ডোর ছিলো না। যে কারণে ধোঁযা দ্রুত ভবনের উপরে ওঠে যায়।

কিভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিস এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসজেএ/ওএইচ/

** মগবাজারে বহুতল ভবনের বেসমেন্টে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।