ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে আগুনে পুড়লো ৪ দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
কুলিয়ারচরে আগুনে পুড়লো ৪ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব তারাকান্দি বাজারের হাজী চাঁন্দু মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হাজী চাঁন্দু মিয়া মার্কেটে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের মামুন মিয়ার কাপড়ের দোকান, সুজন শীলের সেলুন, আদিল মিয়ার ভ্যারাইটিজ স্টোর ও আক্কাছ আলীর মুদি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে চারটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।