ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
পাবনায় ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু পিঠা উৎসব

পাবনা: গ্রামবাংলার ঐতিহ্য শীতের পিঠাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য পাবনায় দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওসাকা’।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার চড় গড়গড়ি গ্রামে এ পিঠা উৎসব শুরু হয়।

বিভিন্ন সামাজিক এবং উন্নয়ন সংস্থার প্রায় ২০টি স্টলে ৫০ প্রকার পিঠার সমাহার বসেছে এ উৎসবে।

উৎসবে উপস্থিত ছিলেন , ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু, ওসাকা’র পরিচালক কবি মজিদ মাহমুদ, সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ ফকির প্রমুখ।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠাপুলির ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।