শনিবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার দুধসর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উৎসবে প্রায় ৫০ রকমের পিঠার মধ্যে ছিল, পাটিসাপটা, ফুলঝুরি, ভাজা পুলি, পাকান পিঠা, বাঁধাকপির বড়া ও সবজি ভাঁপা।
অনুষ্ঠানের আয়োজক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মঞ্জুরুল হাফিজ বাংলানিউজকে বলেন, জঙ্গিবাদ থেকে সমাজকে দূরে রাখতে আর নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ