শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম পাহাড়ের বিভিন্ন ঝিরি-ছড়া থেকে পাথর উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান চষাথোয়াই মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া ইউনিয়নের পাইক্ষ্যং এবং থানচি মৌজায় অভিযান চালায় প্রশাসন। এ সময় দু’টি মৌজায় পাথর উত্তোলনের দায়ে ৭ শ্রমিককে আটক করা হয় এবং তিন জনপ্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মুচলেখা নিয়ে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জিপি