রোববার (১৪ জানুয়ারি) ঢাকা এবং এর আশপাশের মানুষজন আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই হেঁটে রওনা হয়েছে। কেউ কেউ ছোট ছোট পিকআপ ভ্যানে করে ইজতেমার পথে রওনা হতে দেখা গেছে।
ঢাকা দক্ষিণ থেকে যারা ইজতেমায় যাওয়া উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হয়েছেন তাদের শেওড়া বাসস্ট্যান্ডের কাছে থেমে যেতে হচ্ছে। গাড়ি থেকে নেমে মুসল্লিদের হেঁটে রওনা দিতে দেখা গেছে।
ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার তীব্রতা এতোটাই বেশি যে ৫০ গজ দূরের মানুষ বা গাড়ি কিছুই দেখা যাচ্ছে না।
সকাল ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরই মধ্যে তুরাগতীরে লাখো মুসল্লি জমায়েত হয়েছেন।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগি। প্রতিবছর আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করা হয়ে থাকে।
হেদায়েতি বয়ান করছেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন। সব মিলিয়ে এবারের আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দু’টোই হবে বাংলায়।
শুক্রবার (১২ জানুয়ারি) ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।
চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে ইজতেমার দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসএইচ