রোববার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে ভোর সাড়ে ৪টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বাংলানিউজকে জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনার শঙ্কা থাকায় ভোর সাগে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দীর্ঘ সোয়া ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট মিলে ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআই