রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল পৌনে ৬টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার সাতটি বুথের মধ্যে তিনটিতে টোল আদায় করা হয়। এতে সেতু থেকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনা এড়াতে ভোরে চারটি বুথ বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এসময় তিনটি বুথ দিয়ে যানবাহন পারাপার করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে সেতুর সবগুলো বুথই সচল করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি