গাজীপুর জেলা পুলিশ কন্টোল রুমে ভিআইপিদের মধ্যে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংদস সদস্য মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লাহ খান ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
এদিকে ইজতেমা ময়দানে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ার মো. হুমায়ূন কবির বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৪০মিনিটে আখেরি মোনাজত শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। ৩৫ মিনিট ধরে চলে মোনাজাত।
তিনি আরো জানান, গত বছরের চেয়ে এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের সংখ্যা কিছুটা কম। এবার আনুমানিক ৪ থেকে ৫ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।
গত শুক্রবার (১২ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আগামী ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় ধাপ। একই ভাবে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হবে দ্বিতীয় ধাপ এবং এ বছরের বিশ্ব ইজতেমা।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮।
আরএস/এসএইচ