ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে চালকের মৃত্যু, সিএনজি খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে চালকের মৃত্যু, সিএনজি খোয়া

ঢাকা: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে রাজধানীতে ইসকান হাওলাদার (৪০) নামে এক সিএনজি চালক মারা গেছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ‍পুলিশ খবর পেয়ে রাজধানীর শেরে বাংলা নগর মানিক মিয়া এভিনিউ এলাকার সেচ ভবনের ড্রেন থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইসকানের বাবার নাম সেকেন্দার হাওলাদার। ইসকান মেরুল বাড্ডা এলাকায় থাকতেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, আমরা জানতে পেয়েছি তিনি একজন সিএনজির চালক।

ধারণা করা হচ্ছে শনিবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় বাড্ডা এলাকা থেকে সিএনজি নিয়ে যাওয়ার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। নিহতের সিএনজিটি খোয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।