রোববার (১৪ জানুয়ারি) গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ইউপিপি উজ্জিবিত কম্পোনেন্টের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের উদ্ধোধন করেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বক্তব্য রাখেন পিকেএসএফ’র সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. ফায়জুল তারেক চৌধুরী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মো. মোস্তফা কামাল ও প্রকল্প সমন্বয়কারী আহসান উল্লাহ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে কিশোরী ক্লাবের ২১জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার জন্য উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিএ