রোববার (১৪ জানুয়ারি) রাতে সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ করে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিধি-৭১ এর আওতায় আনীত নোটিশে আলোচনার জন্য নাম ডাকলে দেখা যায় ১৫ জনের ১১ জন সংসদ সদস্যই অনুপস্থিত।
নোটিশ দিয়ে অনুপস্থিত ছিলেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, গাজী গোলাম দস্তগীর, দিদারুল আলম, নজরুল ইসলাম বাবু, এম আব্দুল লতিফ, পঙ্কজ নাথ, মনিরুল ইসলাম, উম্মে রাজিয়া কাজল।
আলোচনা করেন নবী নেওয়াজ, পিনু খান ও আরও দুই জন। এর আগে গত বৃহস্পতিবার ১০ জানুয়ারি এরকম নাম দিয়ে প্রায় ১১ জন অনুপস্থিত ছিলেন।
এভাবে স্পিকারের অনুমতি নিয়ে নোটিশ দিয়ে সংসদে অনুপস্থিত থাকায় অনেক সময় স্পিকার, ডেপুটি স্পিকারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসএম/এমজেএফ