আবহাওয়াবিদ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বায়ুমণ্ডলের নিচের স্তরের পরিস্থিতি ব্যতিক্রম। এমনটা সচরাচর দেখা যায় না।
আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সপ্তাহের শেষ পর্যন্ত থাকবে। ঘন কুয়াশাও পড়বে এসময়। এক্ষেত্রে সপ্তাহের শেষেই তাপমাত্রা কিছুটা বাড়বে।
আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বইছে। বিরাজমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি দেশের আরও কিছু এলাকা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ইইউডি/এএ