ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।

পৌষ সংক্রান্তি উপলক্ষে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আলমপুর গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মছদ্দর আলী জানান, প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে ৭টি ঘোড়া অংশ নেয়।

এর মধ্যে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও গ্রামের ইংল্যান্ড প্রবাসী সেলিম আহমদের কিলিফটন নামের ঘোড়া প্রথম, বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের শামীম আহমদনের পঙ্খিরাজ ঘোড়া দ্বিতীয় ও আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের রমজান আলীর ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে প্রথম পুরস্কার একটি একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে মছদ্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান, আউশকান্দি ইউপির চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, প্যানেল চেয়ারম্যান সাহিদুর রহমান, খালেদ আহমদ জজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।