ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন মঙ্গলবার

ঢাকা: ‘রাইসিনা ডায়ালগ’এ অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার (১৬ জানুয়ারি) চারদিনের সফরে ভারত যাচ্ছেন।

আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগের তৃতীয় আসরে অংশ নিতে তিনি ভারত সফর করবেন। ১৯ জানুয়রি বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

২০১৭ সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হবে। বৈঠকে চলমান রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ তার হতে পারে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাইসিনা ডায়ালগ একটি আন্তর্জাতিক সংলাপের প্রক্রিয়া। এর প্রথম আসর বসে দিল্লিতি ২০১৬ সালে।  

এশিয়া মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে অধিকতর সমন্বয় গড়ে তুলতে এবং বাকি বিশ্বের সঙ্গে এশিয়ার সমন্বয় আরও জোরালো করতেই রাইসিনা ডায়ালগের আয়োজন।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।