সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।
বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে নৌরুটে। ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়েছিলও, যা চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিলো ও মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়। বর্তমানে ১৬টি ফেরিই চলাচল করছে এবং ঘাট এলাকায় পারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি আছে। এর মধ্যে পণ্যবোঝাই ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি, তবে ফেরি চলাচল সচল হওয়ায় গাড়ির চাপ কমেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এএটি