ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রূপগঞ্জে ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদক নির্মূল কমিটির সদস্যরা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

পরে জব্দকৃত ফেনসিডিল পুলিশের কাছে হস্তান্তর করে মাদক নির্মূল কমিটির সদস্যরা।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সেকান্দার আলী বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া একটি ম‍াদ্রাসার পাশ থেকে ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফেনসিডিলের বোতলগুলো হস্তান্তর করে তারা।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।