সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার খালুর (মো. আন্নিছের) বাসায় ভাড়া থাকে অটোরিকশা চালাতো সার ইসলাম। ২০১৪ সালের ১২ জানুয়ারি সকালে সার ইসলাম অটোরিকশা নিয়ে বের হয়। রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খুঁজাখুজি করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সার ইসলামের খালু মো. আন্নিছ রিকশা চুরির খবর পায়।
পরে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি গ্যারেজের সামনে গিয়ে আসামি আলমকে অটোরিকশাসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে বড়চালা এলাকার বনের ভেতর সার ইসলামকে ছোরা দিয়ে হত্যা করে অটোরিকশাটি চুরি করে নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে ওই ব্যক্তির জবাই করা মরদেহ দেখতে পায়।
ঘটনাটি জয়দেবপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ইসলামের মরদেহ উদ্ধার করে এবং ধৃতআসামি আলমকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের খালু আন্নিছ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ কে এম ফজলুল হক তদন্ত শেষে আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত আলমকে দোষী সাব্যস্ত করা হয়।
রায় ঘোষণার সময় আসামি মো. আলম আদালতে উপস্থিত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সবুজ।
গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরএস/জিপি