সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মজিদা বেগম (৬০), সনিয়া (২০), রমিজা বেগম (৬৫), সামিরুণ ( ৫০), বাতেন (৫৫), মাকসুদা (২০), ইমরান (২০), ইতি (১৮), শিখা বেগম (১৮) ও আবুল কালামকে (৫২) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের ৬ শতাংশ জমি নিয়ে আবুল কালাম ও বাতেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গ্রামে কয়েকবার বসে ব্যাপারটি মীমাংসাও করে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সোমবার ১১টায় উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১২জন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এএটি