সোমবার (১৫ জানুয়ারি) সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে ১২০ জন গৃহিণী অংশ নেন।
ক্যাম্পেইনের প্রথম সেশনে নিরাপদ গ্যাস ব্যবহার বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি।
এ সময় ফারুক রিজভী বলেন, দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস করপোরেট দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে চলেছে। ইতোমধ্যে দেশের ৩৭টি জেলায় এ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাট, ময়মনসিংহ, কক্সবাজার ও ঢাকাসহ সব জেলা উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা ও নিরীক্ষার পর বাজারজাত করা হয়, এতে সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়, যা অন্যান্য প্রতিষ্ঠানের সিলিন্ডার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য।
গৃহিণীদের উদ্দেশে চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দেশব্যাপী গৃহিণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এ ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও সার্থকতা প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, এলপি গ্যাস ব্যবহার করাটা যে খুবই স্বাচ্ছন্দ্যের তা যেমন এ কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারি, তেমনি কি কি ধরনের সতর্কতামূলক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে তাও এখান থেকে আমরা শিখতে পারছি। আর এ শেখাটাই আমরা পরস্পরকে সচেতন করতে কাজে লাগাতে পারি।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে ডিভিশনাল সেলস ইনচার্জ মুজাহিদুল ইসলাম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিক, সিনিয়র এক্সিকিউটিভ সাইফুর আজিমসহ সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশক, কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে র্যাফেল ড্র, আপ্যায়ন ও উপহার দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ