ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অপহৃত কিশোরী আড়াইহাজারে উদ্ধার, আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রূপগঞ্জে অপহৃত কিশোরী আড়াইহাজারে উদ্ধার, আটক ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত কিশোরী ফারজানা আক্তার সুমিকে আড়াইহাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাকিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার নুরন্দী এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার মাসুমাবাদ এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

 

অপহৃত ফারজানা আক্তার সুমি নেত্রকোনার কলমাকান্দা থানার রাজনগর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা উপজেলার মাসুমাবাদ এলাকা থাকে। সে স্থানীয় কিশোরী মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার পাচাইখা এলাকার রাকিব নামে এক যুবক সুমিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি সুমি তার বাবা শহিদুল ইসলামকে জানায়। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার সহযোগী শাহীনসহ অজ্ঞাত ২/৩ জন সুমিকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই কিশোরী মা তাহমিনা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার দুপুরে নুরন্দী এলাকায় অভিযান চালিয়ে সুমিককে উদ্ধার করে। এসময় রাকিবকেও আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।