ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতার দাবিতে কুড়িগ্রাম পৌর কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বেতন-ভাতার দাবিতে কুড়িগ্রাম পৌর কর্মচারীদের কর্মবিরতি সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি

কুড়িগ্রাম: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সব সুবিধা দেওয়ার দাবিতে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দু’দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত প্রথমদিনের কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।  

কুড়িগ্রাম পৌরসভায় কর্মবিরতিতে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সংগঠনের সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাসেল, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, আমিরুল ইসলাম, মজিবর রহমান বাবু, সুলতান আহম্মেদ, ফেরদৌসি বেগম শিউলী প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।