সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।
আল আমিন বাংলানিউজকে জানান, ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করায় উপজেলার উত্তর নন্দীউড়ার মেসার্স এসকে ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মেসার্স আরএফ ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য উপজেলায় টেংরাবাজারে জিএন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, ৫০ কেজি চালের বস্তায় ওজনে কম থাকায় মেসার্স রঞ্জন স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি