সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান এ আদালত পরিচালনা করেন।
ইউএনও শামীম রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকিট বিক্রির ১১ হাজার ২৪৩ টাকা ও আন্ত:নগর হাওর ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।
পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
টিকিট কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএএএম/এসআরএস