সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সচিব শামসুল আরেফিন বলেন, দুর্নীতিমুক্ত ও ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্থানীয় জনসাধারণের জন্য সরকারি কর্মকর্তাদের দরজা খোলা রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের দরজা বন্ধ থাকলে দালাল ও মধ্যস্বত্বভোগী শ্রেণি সুযোগ নেয়। উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতিকে টেনে ধরতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সততার সঙ্গেই কাজ করতে হবে।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ স্লোগানে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএএএম/আরআইএস/