ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৫০ লাখ টাকার খাস জমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
সৈয়দপুরে ৫০ লাখ টাকার খাস জমি উদ্ধার    খাস জমিতে লাল ঝাণ্ডা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সোমবার দুপুরে (১৫ জানুয়ারি) ২৪ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার উপজেলার কামারপুকুর ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় ওই খাস জমি উদ্ধার করেন। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ২৪ শতক খাস জমি উদ্ধার করে সেখানে লাল ঝাণ্ডা লাগিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, সরকারি জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।