ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমরেড নবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কমরেড নবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশে’র (সিপিবি) কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক কমরেড মোহম্মদ নবীর  মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।  

প্রধানমন্ত্রী বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায়ই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন।

ব্রিটিশবিরোধী লড়াই, মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের শোষণ মুক্তির সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগামী।

‘বাহাত্তরের সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও তিনি বিশিষ্ট ভূমিকা রেখেছেন। ’

শেখ হাসিনা বলেন, আজীবন বিপ্লবী নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী বলে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, কমরেড নবীর মৃত্যুতে এ দেশের প্রগতিশীল ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এক পরীক্ষিত সৈনিককে হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।